Bangla Eid Mubarak SMS- Eider SMS Bangla Eid Sms 2023 ঈদ মোবারাক প্রেমিক, বান্ধবী ,প্রেমিকা, স্বামী- স্ত্রী, ভাই- বোন এবং বাবা-মা সহ যে কোনও লোকের শুভেচ্ছা জানাতে Bangla Eid Mubarak SMS সেরা উপায়। প্রতি বছর আমরা দুটি EID পাই – একটি হল Eid- ul-Fitr এবং অন্যটি Eid- ul-Azha। রমজানে এক মাস পর Eid- ul-Fitr আসে। বিশ্বের সমস্ত মুসলিম রোজা রাখার জন্য এক মাস পূর্ণ রাখে। Eid- ul-Fitr মুসলিম ও সকল বাঙালির জন্য বৃহত্তম ধর্ম উপলক্ষ। এই উপলক্ষ্যে Eid জামাতে ঈদ গাহে সকল মুসলিমের একে অপরের সাথে দেখা হয়। সমস্ত আত্মীয় একে অপরের বাড়িতে যান।
অন্যদিকে, Eid- ul-Azha বিশ্বের সকল মুসলিমের জন্য দ্বিতীয় বৃহত্তম উপলক্ষ। এই Eider দিন সমস্ত মুসলমান আল্লাহর সন্তুষ্টির জন্য তাদের গৃহ পশু কোরবানি করেন । Eid- ul-Azha তে মুসলিমরা ঈদ গাহে নামাজের পর একে অপরের সাথে দেখা হয়। বাংলাদেশে বেশিরভাগ মানুষ Eid- ul-Azha উদযাপন করতে গরু কোরবানি দিচ্ছেন তবে কিছু লোক ছাগল বা উট দিয়ে এই কাজ করছেন। সমস্ত মুসলমান বিশ্বাস করে যে, যদি তারা আল্লাহর জন্য তাদের পশু কোরবানি করে তবে আল্লাহ মুসলমান ও সমস্ত মানব জাতির উপর সন্তুষ্ট হন। EID MUBARAK SMS এবং EID MUBARAK WISHES আনন্দ ভাগাভাগি করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম ।
Bangla Eid Mubarak SMS- Eider SMS Bangla Eid Sms 2023 ঈদ মোবারাক

হালকা হালকা হাওয়া একটু একটু শীত,
এই নিয়ে চলে এলো কুরবানীর ঈদ,
পোলাও কোর্মা বিরানি খেতে কত্ত স্বাদ,
চলে এস তুমি, রইলো ঈদের দাওয়াত।
৺ঈদ মুবারক৺
শুভ রাত, শুভ দিন।
আগামীকাল ঈদের দিন।
এনজয় করবো সারাদিন।
ঈদ পাবনা প্রতিদিন।
দাওয়াত রইলো ঈদের দিন।
৺ঈদ মুবারক৺
রমজানের রোযার শেষে এলো খুশির ঈদ
প্রাণে জাগে মধুর আশা মনে আসে গীত
তোমার খুশি আমার খুশি খুশিতে হোক মাখামাখি
এই দিনের অপেক্ষাতে সারা বছর তাকিয়ে থাকি,
** Eid Mubarak **
ঈদ এসেছে ঈদ এসেছে ঈদ মুবারাক ভাই
বাঁকা চাঁদ ওই দেখা গেছে আসমানেরি গায়
চারি দিকে খুশির ছোয়া রঙ বাহারি সাজ
এক কাতারে সামিল হয়ে পড়বো ঈদের নামাজ।
ঈদ মোবারক
পৃথিবীর বুকে স্বর্গ নেমেছে
ফুটেছে ভালোবাসার ফুল,
নদীর বুকে বারি ধারা বয়
ভরিয়ে তার দুকূল,
পথিক পাখি ধরেছে আজ
মহামিলনের গান
ঈদের খুশিতে আত্মহারা মোরা
শেষ হয়েছে মাহে রমজান।
*** ঈদ মুবারক ***
ছোটো বড়ো ধনী গরীবের ভেদাভেদ
থাকেনা ঈদের দিনে,
কেউ নয় রাজা কেউ নয় ভিখারী
ভালোবাসা জাগে সকলের প্রাণে।
নামাজের শেষে সব মিলে মিশে
খুশির জোরে বিশ্ব ভুবন যায় ভেসে।
*** eid mubarak ***
মিষ্টি পোলাও সিমুই রুটি নানা রকম খাবার
বছর শেষে ঈদের খুশি ফিরে এলো আবার,
মিলন হবে হৃদয়ে হৃদয়ে করবো কোলাকোলি
আছে যত দুঃখ ব্যথা সব যাবো আজ ভুলি,
মনের মিনারে আজ শোনাযায়
আনন্দের আহ্বান
ঈদুল ফিতর এসেছে আজ
শেষ হয়েছে রমজান,
Eid Mubarak
শ্চিম আকাশে উঠেছে চাঁদ এনেছে খুশির খবর
তোমাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ঈদ মোবারক,
নামাজ শেষে করবো কোলাকোলি রাখবো হতে হাত
ঈদের দিনে এসো আমার বাড়ি দিলাম তোমায় দাওয়াত,
>>ঈদ মোবারক<<
ঈদের খুশি এসেছে আবার
একটি বছর পরে
একফালি চাঁদ আনে সংবাদ
মানুষের ঘরে ঘরে,
মরু সাহারায় উঠেছে তুফান
আলবিদা রমজানে,
আনন্দের আবেশ ছড়িয়ে পড়ুক
সারা বিশ্বের প্রাণে।
** eid mubarak **
শেষ হলো রোজার মাস এসো সবাই
আজ খুশির যোয়ারে চলো ভেসে যাই,
সুরমা অতরে নতুন বেশ ধরে
হারিয়ে যাবো মোরা আনন্দের সীমানায়,
**** ঈদ মোবারক ****
সারা বছর কেটে যায় নানান কাজে
বেদনা ব্যাথা আর শতদুখের মাঝে,
ঈদের দিন তাই সকলে মিলে চায়
কাটাতে সময় একই সাথে
আপন জনের ছায়ায়,
গ্রামে সহরে দূরে নগরে মাতবো
খুশির ঈদের পরশে সবাই।
*** Eid Mubarak ***
ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ
ঈদ আসে ভুলিয়ে দিতে সকল বিবাদ দ্বন্দ
ঈদ মানে ভুলে যাওয়া যত দুঃখ ভয়
ঈদের মতোই তোমার জীবনটা হোক দীপ্তিময়
*** ঈদ মোবারক ***
বলছি আমি আমার কথা
ঈদে থাকবে না কো মনের ব্যথা
আমার জীবনে অনেক চাওয়া
ঈদ থেকে সব পাওয়া
ঈদের প্রতি তাই এতো ভালোবাসা
বাঁকা চাঁদের হাসিতে
দাওয়াত দিলাম আসিতে
আসবে কিন্তু বাড়িতে
বসতে দেব পিঁড়িতে
খেতে দেবো প্লেটে
আসতে যদি নাও পারো
“ঈদ মোবারক” গ্রহণ করো ।
কিছু কথা না বলা রয়ে যায়
কিছু অনুভূতি মনের মাঝে থেকে যায়
কিছু ভালবাসার স্মৃতি নিরবে কাঁদায়
শুধু এই দিন সব ভুলিয়ে দেয়
**** ঈদ মোবারক ****
শুভেচ্ছা রাশি রাশি
গরু না খাসি
টিক্কা না ঝাল ফ্রাই
আরটিভি না চ্যানেল আই
রিলাক্স না বিজি
ডিজুস না ইজি
শাড়ি না শার্ট
উইশিং ফর্ম মাই হার্ট
*** ঈদ মোবারক ***
চাঁদ উঠেছে ফুল ফুটেছে দেখবি কে কে আয়
নতুন চাঁদের আলো এসে পড়লো সবার গায়
**** ঈদ মোবারক ****
আকাশ মাটি কে বলছে
সূর্য পৃথিবী কে বলছে
চাঁদ তাঁরা কে বলছে
আর আমি তোমাকেই বলছি
*** ঈদ মোবারাক ***
আজকে খুশীর বাদ ভেঙেছে
ঈদ এসেছে ভাই ঈদ এসেছে
শাওয়াল মাসের ওই চাঁদ উঁকি দিয়েছে
সবার ঘরে আজ ঈদ এসেছে
সেই দিন আর নয় বেশী দূর
রমাজান শেষ হলে কাটবে অপেক্ষার ঘোর
” ঈদ মোবারাক “
মেঘলা আকাশ মেঘলা দিন
ঈদের বাকী এক দিন
আসবে সবার খুশীর দিন
কাপড় চোপড় কিনে নিন
গরিব দুঃখীর খবর নিন
দাওয়াত রইলো ঈদের দিন ।
এসেছি আমি দূরের প্রথিক
করতে তোমায় নিমন্ত্রণ,
দেখা গেছে আসমানে চাঁদ
করেছো কি তুমি তা স্মরণ!
খুশির ঈদে এসো তুমি
ঘুরতে আমার বাড়ি,
তোমার জন্য সাজিয়ে দেবো
খাবার রকমারি,
এখন আমার সময় হলো
বন্ধু আমি তাহলে যায়,
কাল অবশ্যই এসো কিন্তু
হৃদয় থাকবে তোমার অপেক্ষায়।
আকাশের বুকে খুশীর খবর
চাঁদ দিয়েছে দেখা,
ঘরে ঘরে পৌঁছে গেছে
শুভ ঈদের বার্তা,
উঠেছে চাঁদ এনেছে বরাত
সেজেছে নগরী সরক
হৃদয় থেকে জানায় তোমায়
**Eid Mubarak All Friends **
চারিদিকে আজ খুশির জোয়ার
মনে মন মিলে হবে একাকার,
আজ নেই ভেদাভেদ কে গোলাম
আর কে ছিলো মালিক,
বুকে বুকের মিল,
মন হবে কাবা আর দিল হবে মসজিদ
*** ঈদ মোবারক ***
আজ ভালোবাসার গাছে ফুল ফুটেছে
হবে হিংসার অবসান
আজকের দিনে আমরা সবাই গাইবো
ঈদের খুশির গান,
*** ঈদ মুবারাক বন্ধু ***
আমার নোয়নের নয়ন নীলে
দেখবে যখন দুচোখ মেলে
তোমায় আমি ভালো বেসেছি
নির্জনে অবসরে,
>>eid mubarak<<
আমার বাড়ির অঙ্গিনাতে চাঁদের ছায়া পড়েছে
তোমার বাড়ির জানালাতে চাঁদ উঁকি দিয়েছে
আমার দেহে তোমার মনে ঈদের পরশ লেগেছে
আমার খোলা আকাশেতে তোমার নামটি লেখা আছে
“ঈদ মোবারক eid mubarak”